তোমার পুরনো চিঠিতে বেশ বানান ভুল৷
কাটাকাটি৷ অগোছালো৷
এই মৃত্যু দিবসে পড়তে গিয়ে আবিস্কার করেছি
তোমার চেয়ে আর কেউ ভালবাসেনি আমাকে৷
আর কেউ করেনি এতটা অযত্ন৷
কেউ ভালবাসি শোনার অপেক্ষায় দাঁড়ায়নি
সন্ধে তুলসীতলায়৷
আমাদের জীবনগুলো ট্রাজেডিক উপন্যাস
হয়ে গেছে গতকাল৷ যখন তোমার
চিঠিগুলো হাতে পেলাম বিবর্তনে৷
আর প্রিয়তমেষু শব্দ আমার ক্ষয় করলো মূলতঃ৷
পেছনেও ফিরে দেখি আমার বাতিঘরে আরো
জ্বলেনি কোনদিন৷
শুধুমাত্র অন্ধকার দেখবো বলে কালো
শার্টের হাতা জড়িয়েছি দিনমান৷
তুমি হয়তো আজ জানতে চাইবে না কিভাবে
আমার বুক পচে গেল৷
কিভাবে দুবর্ৃত্তচারণ করলো নগ্ন নিয়তি৷
সাতমাথায় পড়ে থাকা রুগ্ন বালকের
কি কষ্ট; তারচে সাতসকালে বরং
স্নান সারো আরেকবার৷
বাংলাদেশ শান্ত হলে তোমাকে লিখবো একদিন৷
আপাতত জেনে রাখো, মানুষই
কেবল ভালবাসার উত্তর দক্ষিণসুরী৷
| অংশু মোস্তাফিজ | পুরান বগুড়া, বগুড়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন